
এই তাবিজে আছে ফেরাউন, হামান, কারুনের নাম। আর লিখে দিয়েছে গাছে ঝুলাতে (উল্টো পিঠে)।
এই নামগুলো লেখার মাধ্যমে কী বোঝাতে চাচ্ছে? এদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে না তো?
কেউ কেউ বলবে, এদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে না। বরং উদ্দেশ্য হল, এই বড় বড় শয়তানের নাম দেখে জিন-শয়তানরা ভয়ে এদিকে আসবে না।
কি হাস্যকর যুক্তি!
জ্বিন শয়তানরা তাহলে আল্লাহর কালাম, আল্লাহর গুণবাচক নামকে ভয় না পেয়ে ফেরাউন, হামান, কারুনকে ভয় পাবে? যারা মারা গিয়েছে হাজার বছর আগে? জিনদের এত নির্বোধ মনে করে কি কারণ কে জানে!
যারা এসব লিখে তাদের কাছে কি আল্লাহর কালামের চাইতে কারুন, ফেরাউনের নাম বেশি শক্তিশালি? নাহয় এসব নাম লিখবে কেন?
এত কিছু থাকতে গাছে ঝুলাতে বললো কি কারণে কে জানে!
নাকি জ্বিন-শয়তান যেন বাড়ির ত্রিসীমানায় প্রবেশ না করে সেজন্য এই তাবিজ গাছে ঝুলাতে বলেছে? আচ্ছা, জ্বিন কি বাড়িতে ঢুকার আগে গাছের তাবিজ খুলে দেখে নিবে কী লেখা ওখানে? এরপর আবার জায়গায় তাবিজ জায়গায় রেখে দিয়ে ভয়ে পালাবে?
কেউ আবার বলবে, এসব দিয়ে উপকার হচ্ছে। এটা পরীক্ষীত। অভিজ্ঞ চিকিৎসক যদি উপকারী মনে করেন তাহলে দিতে পারেন।
উপকার বলতে কি শারিরিক অসুস্থতার কথা বলা হচ্ছে? এই দিকে মন দিতে গিয়ে যে ব্যক্তির মনে কুফরের শিকড় রোপন হচ্ছে না নিশ্চয়তা কী? তাহলে উপকারী হল নাকি ক্ষতিকর?
আর এর দ্বারা শারিরিক অসুস্থতা লাঘব হয় না। বরং শয়তান খুশিতে কিছুদিন চুপ থাকে যে, আল্লাহকে না ডেকে বড় বড় কাফিরদের নাম লেখা হচ্ছে। বোঝায় এসব লেখার কারণেই একটু ভাল লাগছে।
আর যদি অভিজ্ঞতার কথা আসে তাহলে গত ৬ বছরের অভিজ্ঞতায় বলছি, এসব (মূলত যেকোনও তাবিজ) কারও জন্য উপকারী নয়। কাজেই এসব থেকে দূরে থাকতে হবে।