দুআ’ কে বলা হয় ইবাদতের সারাংশ। ইবাদতের মগজ। দুআ’র গুরুত্ব অপরিসীম। আল কুরআনুল কারীমে আল্লাহু তা’আলা বিভিন্ন নবী – রাসুল আলাইহিমুসসালামের বিপদগ্রস্থ হবার এবং দুআ’র দ্বারা সে বিপদ থেকে উদ্ধার পাবার ঘটনা উল্লেখ্য করেছেন। কাজেই আমরা সুখে-দুঃখে, বিপদে-আপদে সর্বদা আল্লাহর কাছে দুআ’ করবো। বিশেষ করে যারা রুকইয়াহ করছি তারা দুআ’ থেকে গাফেল হব না।জিন-জাদুর সমস্যায় […]
প্রশ্ন: ১. রুকাইয়া করতে কি হাদিসের সহীহ দলিল প্রয়োজন? মানে অনেক আমলে সংখ্যা নির্দিষ্ট(৭ বার, ১০০০ বার ইত্যাদি) থাকে, সেগুলো কি হাদিস অনুযায়ী হওয়া বাধ্যতামূলক? ২. একজনের কাছ থেকে শুনলাম, উপর্যুক্ত আমল নাকি হাদিস অনুযায়ী না হলে বিদআত হয়! এ কথার সত্যতা কি? উত্তর: বিসমিল্লাহ, [এক] শুধু রুকইয়াহ শারইয়াহ না, কোনো চিকিৎসার বিধানই আমলে মাখসুসার […]