যাদু-আক্রান্ত ব্যক্তির জন্য প্রাথমিক রুকইয়াহ

আপনি যদি মনে করেন আপনাকে কেউ তাবিয/যাদু করেছে তবে প্রাথমিকভাবে নিচের সাজেশন ১/২ সপ্তাহ ফলো করে গ্রুপে অবস্থা জানিয়ে পোস্ট দিতে পারেন


রুকইয়াহ শোনা বা পড়াঃ

রুকইয়াহ পিডিএফ থেকে ৩ নং পিডিএফটা (রুকইয়াহ’র দোয়া) ডাউনলোড করে নিয়ে সেটা সকাল/বিকাল ৩০-৪০ মিনিট করে পড়ুন।

বিশেষ করে সিহরের আয়াতগুলো বার বার রিপিট করে পড়বেন। সিহরের আয়াতগুলোর নিচে গোসলের নিয়মে দেয়া হয়েছে।

আর পড়তে না পারলে রুকইয়াহ অডিও শুনবেন শায়খ লুহাইদানেরটা (২০ নং – শাইখ লুহাইদান) এবং ৩ কুলের রুকইয়াহ (৭নং – তিনকুল এর রুকইয়াহ)। মোট ২ ঘন্টা শুনতে চেষ্টা করবেন। যদি আরো বেশি পারেন উত্তম, আরো কম পারলেও সমস্যা নাই।

যদি ঘুমে ভয়ের স্বপ্ন দেখা, রাতে ভয় লাগা, কারো উপস্থিতি টের পাওয়া, স্বপ্নে অদ্ভুত প্রানী/জ্বিন দেখেন তবে আয়াতুল কুরসিও পড়বেন প্রতিদিন ৩০ মিনিট অন্তত। পড়তে না পারলে আয়াতুল কুরসির রুকইয়াহ (৯ নং – আয়াতুল কুরসির রুকইয়াহ) শুনবেন।

রুকইয়ার পানি খাওয়াঃ

আপনি ১ সপ্তাহের জন্য পানি একবারেই তৈরি করে নিতে পারেন।

  • দিনে ২ গ্লাস করে যতটুকু পানি লাগবে ততটুকু নিয়ে তাতে সিহরের আয়াতগুলো ১/৩/৭বার পড়ে ফুঁ দিবেন।
  • এরপরে এই পানি থেকে সকাল-সন্ধ্যা ১ গ্লাস করে খাবেন।

সিহরের আয়াতগুলো হলো

  • বাকারাহ ১০২
  • আয়াতুল কুরসি (বাকারাহ ২৫৫)
  • আরাফ ১১৭-১২২
  • ইউনুস ৮১-৮২
  • তহা ৬৯
  • সুরা ফালাক (বিশেষ করে ৪ নং আয়াত)
  • সুরা নাস

চাইলে “রুকইয়ার আয়াত, দোয়া এবং অন্যান্য পিডিএফ” থেকে এগুলো সহজে পড়তে পারবেন।


রুকইয়ার গোসলঃ

উপরে খাওয়ার পানি তৈরির মত করেই গোসলের পানিতে আয়াতগুলো পড়ে ফুঁ দিয়ে গোসল করে নিবেন। ১ বার করে পড়লেই হবে। পড়তে না পারলে খাওয়ার পড়া পানি থেকে এক গ্লাসের মত মিশিয়ে গোসল করবেন। সম্ভব হলে বরই পাতার গোসলটা করতে পারেন। দেখুন – জাদুর চিকিৎসায় বরই পাতার গোসল

অন্যান্যঃ

এটা খুব সংক্ষেপিত সাজেশন তাদের জন্য, যারা মনে করছেন তারা যাদুর শিকার। যাদুর লক্ষন ও এর রুকইয়ার ব্যাপারে বিস্তারিত নিয়ম জানতে আপনার নিচের লেখাটি পড়া উচিত।
সেলফ রুকইয়াহ গাইড (যাদু)

মন্তব্য করুন