তাবিজ নষ্ট করা, পেট পরিষ্কার করা – এসব কি আবশ্যক?

আসসালামু আলাইকুম। আমি গত চার বছর যাবত বিচ্ছেদের যাদু, বদনজর ( কিছু জিন এর লক্ষন ও আছে) এ আক্রান্ত। তিন বছর যাবত চিকিৎসা করছি একজন রাকির অধিনে। তিনবার সরাসরি, কয়েকবার অনলাইনে আর বাকিটা নিজে। এর মধ্যে আমাদের বিচ্ছেদও হয়ে যায়। আমার সমস্যা বাড়ে কমে, বমির জন্য অডিও দিয়েছে কিন্তু বমি হয় না, স্বপ্নে খাওয়া দেখি।
আমার প্রশ্ন হচ্ছে, যাদু থেকে সুস্থতার জন্য যাদু নষ্ট করা, পেটের যাদু বের হওয়া, তাবিজ খুঁজে বের করা কি জরুরি? এছাড়া সুস্থ হওয়া সম্ভব না বা সময় সাপেক্ষ? আমার কি আরও কিছু করনীয় আছে? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।

এক কথায় জবাব দিলে জরুরী না। আমরা বরারই বলে থাকি- যদি জাদুর জিনিস, তাবিজ, কবিরাজের দেয়া জিনিস থাকে তাহলে সেগুলো নষ্ট করবেন। নষ্ট করতে পারলে ইংশাআল্লাহ সহজ হবে।

তবে এমন অনেক লোক আছেন যারা রুকইয়াহর ব্যাপারে জানার আগেই তাবিজ কোথাও ফেলে দিয়েছেন। অথবা নিয়মমত নষ্ট করেন নি, নিজের ইচ্ছামত করেছেন। তারা কী তাহলে রুকইয়াহ করবেন না? করবেন।

তাবিজ নষ্টের সঠিক নিয়ম পাবেন এখানে – জাদুর জিনিস বা তাবিজ নষ্ট করার নিয়ম

এখন আপনাকে কয়েকটা জিনিস করতে হবে।

১। ঠিকমত রুকইয়াহ চালিয়ে যেতে হবে। গ্যাপ দেয়া যাবে না। আপনি জাদুতে আক্রান্ত হলে জাদু নষ্টের রুকইয়াহ করবেন- যাদুর সাধারণ চিকিৎসা – এই নিয়মে।
২। পূর্বের সমস্ত গুনাহের জন্য খাস দিলে তওবা করবেন।
৩। কবিরা গুনাহ থেকে বাচবেন। খেয়াল রাখবেন খাবার যেন হালাল থাকে।
৪। সালাত কাযা করবেন না। নেকাবসহ পর্দা করবেন। মাহরাম-গাইরে মাহরাম মেনে চলবেন।
৫। পর্যাপ্ত দ্বীনি জ্ঞান অর্জন করুন। বিশেষ করে পবিত্রতা সম্পর্কিত বিধি বিধান।
৬। তাহাজ্জুদ পড়ে, সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দুআ করবেন।
৭। বাবা-মার খেদমত করবেন।

মোটকথা, আপনি আল্লাহ তায়ালার কাছাকাছি পৌছানোর যথাসাধ্য চেষ্টা করবেন। যত কাছাকাছি হবেন তত দ্রুত আপনার সাফল্য আসবে ইংশাআল্লাহ।

আর সময় লাগা স্বাভাবিক। সবার রোগ যেমন একরকম না, তেমনি সবার চিকিৎসা পদ্ধতি, চিকিৎসাকালও একরকম হবে না। সেটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আপনি যদি আপনার ১০০ ভাগ দেন তাহলে ফলাফল ইংশা আল্লাহ পাবেন।
আর আপনি রুকইয়াহ করতে করতে বমি হয়ে আপনার শরীর থেকে বিষ বের হয়ে যেতে পারে। ওয়াশরুমে গেলে প্রস্রাবের রাস্তা, হায়েজের রাস্তা, পায়খানার রাস্তা দিয়েও দিয়েও বের হতে পারে। জোর করে বমি করিয়েই বের করতে হবে এমন না। রুকইয়াহ করতে থাকলে আল্টিমেটলি বিষ আপনার শরীর থেকে বের হবেই ইংশা আল্লাহ। আপনি চাইলে রাকির সহযোগিতা নিতে পারেন। অসুবিধা নাই।

— ঈষৎ পরিমার্জিত।

মন্তব্য করুন