Writer: আব্দুল্লাহ আল মাহমুদ

তাহলে সেলিব্রেটিদের নজর লাগে না কেন?

বদনজর বিষয়ে আলোচনা করতে গেলে একটা কমন প্রশ্ন আসে, তা হল “অমুক বিলিয়নিয়ার বা তমুক সেলিব্রেটিদের নজর লাগে না কেন? নাটক-সিনেমা করে ওদের নজর লাগে না কেন? সারা দুনিয়ার মানুষে তো ওদের দেখে…” . এখানে তিনটা বিষয়, প্রথমতঃ বদনজর সাধারণত প্রসিদ্ধ কিছুতে লাগে না। কারণ নজর তো মূলত মনের ভেতর আসা “ওয়াআআও…!” ফিলিংসের ইফেক্ট। আর […]

রুকইয়া শোনার চেয়ে তিলাওয়াত করা উত্তম

এই গ্রুপে অনেক সময় প্রেস্ক্রিপশন হিসেবে অথবা সমস্যা যাচাইয়ের জন্য আপনাদেরকে রুকইয়ার আয়াত শুনতে বলা হয়। এডমিন ভাইয়েরা বলে থাকেন – “অমুক শাইখের রুকইয়াহ শুনবেন ২বার।” এটাও ভালো, কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধরে নিজে তিলাওয়াত করেন, তাহলে সেটা সবচেয়ে উত্তম হবে। সত্যি বলতে এই দেখে দেখে / মুখস্ত তিলাওয়াত করাটাই আসল রুকইয়াহ। অডিও হল […]

ওমরাহ করলে জিন যাদুর সমস্যা চলে যায়?

রুকইয়া মিথ – ৮ —– প্রচলিত একটা ভুল ধারনা হচ্ছে, হজ্জ বা ওমরাজ করলে জিন/যাদুর সমস্যা ভালো হয়ে যায়। আসলে এমন না বিষয়টা। হ্যা, বাইতুল্লাহর ওখানে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি; সেটা ভিন্ন কথা। সে হিসেবে কারও সামর্থ্য থাকলে যেতে পারেন। তবে বিকল্প পরামর্শ চাইলে বলবো, এধরনের বিপদের জন্য দোয়া কবুল করানো লাগলে রেগুলার […]

অন্যের নিয়তে নিজে রুকইয়াহ করা – রুকইয়ার সমস্যা সমগ্র ১

—————— [ক] বিসমিল্লাহ, এই সিরিজে আমরা রুকইয়াহ শারইয়াহ’র মধ্যে যেসব ভুল, আপত্তিকর কিংবা পরিহার্য বিষয় মিশ্রিত হয়, সেসব নিয়ে আলোচনা করবো। আল্লাহ চায় তো এতে আমাদের দেশে প্রায় বিস্মৃত যে সুন্নাহটির পুনর্জাগরণ হচ্ছে, এটি অনেক ভুল-ভ্রান্তি এবং নোংরামির হাত থেকে রক্ষা পাবে। আর যারা সাধারণ দ্বীনি ভাই-বোন যারা সচরাচর রুকইয়াহ নিয়ে খুব একটা ঘাটাঘাটি করেন […]

শিশুদের জন্য যেভাবে রুকইয়াহ করবেন

ছোট বাচ্চাদের ওপর রুকইয়াহ করা বেশ সহজ। উপরন্তু তাদের গুনাহ থাকে না বিধায় রুকইয়াহ করলে অল্পতেই অনেক বেশি উপকার হয়। প্রথমত: বাচ্চাদের সাথে কোন তাবিজ-কবচ, নজর লাগার টিপ থাকলে নষ্ট করার ব্যবস্থা করুন। কোন সমস্যা না থাকলেও এসব জিনিসের কারণে সমস্যা তৈরি হয়। দ্বিতীয়ত: ঘরে কোন প্রাণীর ছবি, পুতুল, বাদ্যযন্ত্র বা এমন কিছু যেন না […]

জাদুর চিকিৎসায় বরই পাতার গোসল

সিহরের চিকিৎসা এই গোসলটি খুবই উপকারী। সর্বাধিক উপকারিতা বিবেচনায় সিহরের বিভিন্ন চিকিৎসা পদ্ধতির র‍্যাংকিং করলে হয়তো এটা সবার উপরে ১ নাম্বারে থাকবে। ইতিপূর্বে আমরা রুকইয়ার গোসল প্রবন্ধে এবিষয়ে সুদীর্ঘ আলোচনা করেছি, সুতরাং এখানে আর একই কথা পুনরাবৃত্তি করছি না। আজ আমরা সংক্ষেপে বরই পাতা বেটে রুকইয়ার গোসলের রিকোমেন্ডেড পদ্ধতি জানব। বরই পাতার রুকইয়ার গোসলের পদ্ধতি […]

কোরবানির গরু এবং বদনজর

কিছুদিন  আগে কিছু ভাই-ব্রাদার গল্প করছিল- গত বছর এক লোক নাকি অনেক বড় একটা গরু বাজারে বিক্রি করতে এনেছিল, নিজেরা এলাকাতেই কয়েক লাখ টাকা দাম হয়েছিল, পরে আরও অধিক মূল্য পাওয়ার আশায় সে ঢাকায় আসছিল। কিন্তু রাস্তার মধ্যে হটাতই তার গরু মারা যায়, শোক সইতে না পেরে বেচারার নিজেও হার্ট অ্যাটাক করেছিল। (সম্ভবত ঘটনাটা এরকমই) […]

রুকইয়াহ এবং দোয়া

কেউ যাদু আক্রান্ত হলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দোয়া করা। আমরা জানি জাদুর জিনিসগুলো যদি পাওয়া যায় আর সেগুলো নষ্ট করে ফেলা হয়, তাহলে মানুষ খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তাই তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত যেন আল্লাহ জানিয়ে দেন, যাদুর জিনিশগুলো কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, কিভাবে এই সমস্যা থেকে মুক্তি […]

ঠাণ্ডা, এলার্জি, শ্বাসকষ্ট ইত্যাদির রুকইয়াহ!

হঠাৎ হাঁপানি উঠেছে, অথবা কাশতে কাশতে দম বের হয়ে যাচ্ছে। হাতের কাছে ইনহেলার বা ভালো কোন ঔষধ নাই। অথবা এলার্জির জন্য হাঁচি হতেই আছে, থামার নামগন্ধ নাই, চোখ চুলকিয়ে অবস্থা কেরোসিন হয়ে যাচ্ছে, ঔষধ খেয়ে খেয়ে বিরক্ত। অথবা রোজা আছেন তাই ঔষধ খেতে পারছেন না। কি করবেন? দুই হাত মুনাজাতের মত করে মুখের কাছে আনবেন, […]

অলসতা, ক্লান্তি, শারীরিক দুর্বলতা ইত্যাদির জন্য রুকইয়াহ

প্রথমে আমরা হাদিসটা খেয়াল করি, আলী রা.থেকে বর্ণিত, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একবার খবর পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কয়েকজন বন্দী আনা হয়েছে। তিনি আটা পিষার কষ্টের কথা জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে একজন খাদিম চাওয়ার জন্য গেলেন। (অন্য বর্ণনায় কূপ থেকে পানি তোলার কষ্টের কথাও আছে) কিন্তু তিনি রাসুল সাল্লাল্লাহু […]